ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। —
এনটিআরসিএর ১৩ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে। তাদের কাছ থেকে জানা গেছে, ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নিয়োগে স্কুল কমিটির দুর্নীতি রোধে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের উদ্দেশ্যে সাবেক শিক্ষা সচিব এন আই খান রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজেট প্রকাশ করেন। সেই গেজেটের আলোকে এনটিআরসিএর ২৪.০২.২০১৬ সালে সারা দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পরিপত্র প্রকাশ করে। নতুন পদ্ধতিতে বিসিএস এর আদলে প্রিলি, রিটেন ও ভাইবা গ্রহণ করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা কলেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে। কিন্তু চুড়ান্ত পরীক্ষায় ৬ লক্ষের অধিক চাকরি প্রত্যাশীর মধ্যে মাত্র ১৭২৫৪ জন উত্তীর্ণ হয় যা মোট পরীক্ষার্থীর ৩.২৭%। কিন্তু, এনটিআরসিএর উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করে। দীর্ঘ সময় চলে যাওয়ার পরেও যখন নিয়োগ সম্পন্ন না করায় উত্তীর্ণদের একাংশ ২২০৭ জন আদালতের দ্বারস্ত হয়। মহামান্য হাইকোর্টের বিচারকগণ নিয়োগ বঞ্চিত ২২০৭ জনের পক্ষে রায় দেন। যার রিট নং ১৭৫০৬/২০১৯। পরবর্তিতে এনটিআরসিএর আপীল করলে বিচারকগণ নিয়োগ বঞ্চিতদের পক্ষে রায় দেন। NTRCA ৩য় গণবিজ্ঞপ্তিতে ২২০৭ জনের রায় কার্যকরের মাধ্যমে নিয়োগ সুপারিশ সম্পন্ন করে। ফলে, বাকি ১৩ তম নিবন্ধিতরা নিয়োগ বঞ্চিত থেকে যায়। এমতাবস্থায়, নিয়োগবঞ্চিতরা মানববন্ধের মাধ্যমে দ্রুত নিয়োগের দাবিতে সরকারের সুদৃষ্টি আশা করছে ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষায় মেধাবীদের সংযুক্ত করার আশা ব্যক্ত করছে। এ সময় ১৩ তম নিবন্ধনধারী মোঃ ওয়াদুদ হোসেন বলেন, শুন্য পদের বিপরীতে প্রিলি, লিখিত ও ভাইভা পাশ করে এখনো নিয়োগ হয়নি কেন?!এনটিআরসিএ চাকরির গেজেট ও পরিপত্র বাস্তবায়ন চাই। একই গেজেট ও পরিপত্রে সনদধারী কাউকে নিয়োগ দিবেন(রিট করলে) আর কাউকে নিয়োগ দিবেন না(রিট না করলে)! এটা কেমন বিচার? ১৩ তম সকল সনদধারীদের নিয়োগ চাই। রিট কি চাকরিতে নিয়োগ পাওয়ার শর্ত!? ১৩ তম বেসরকারি শিক্ষক নিবন্ধনে একই গেজেট ও একই পরিপত্র হলে কেবল ২২০৭ জন রিটকারির নিয়োগ কেন হবে? গেজেট ও পরিপত্র অনুযায়ী ১৩ তম সবার নিয়োগ দেওয়া হোক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST