নানা আয়োজনে জয়পুরহাটে প্রাক-বড়দিন উদযাপন

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

নানা আয়োজনে জয়পুরহাটে প্রাক-বড়দিন উদযাপন

আবু রায়হান, জয়পুরহাটঃ
নানা আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রীষ্ঠ ধর্মের প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে।

যীশু খ্রীষ্টের জন্মতিথি স্মরণে পাঁচবিবি উপজেলার মহীপুর বেতগাড়ী এলাকায় প্রাক-বড়দিনের কেককাটা, আলোচনা সভা, উপহার সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চার্চ প্রাঙ্গনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, মহীপুর বিডি-২৭২ এর আয়োজনে কস্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা এ আয়োজন করেন।

এ সময়ে প্রকল্প কনভেনার বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, বন্ধন এনজিওর প্রশাসনিক পরিচালক বিপ্লব চৌধুরী, এসডিএসের প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান লিটন, প্রকল্প ব্যবস্থাপক দিপালী রায় ও শিক্ষক রাজেন সরেন প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest