ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
রাকিবুল ইসলাম-দিনাজপুর:
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরে গাওসুল আযম কলেজের ৪ তলা একাডেমীক ভবনের ভিত্তি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে ।জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় ও দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৭০লক্ষ টাকা ব্যায়ে নির্মাণাধীন এ কার্যক্রমের বৃহস্পিতিবার সকালে উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি রায়হান কবির সোহাগ ।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৗশলী আব্দুল আউয়াল,কলেজের অধ্যক্ষ নাসরিন জাহান,অফিস সহকারী মো: রহমতউল্লাহসহ আরো অনেকে ।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।যার সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্বে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নজড়কাড়া সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।এরি ধারবাহিকতায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দিনাজপুর । করোনা মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছে বলে এসময় দাবী জানান বক্তারা ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST