ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গের এক যুগ পূর্তিতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও শীতের উষ্ণতা ছড়াতে সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত সহস্রাধিক শিশুদের শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশন।
প্রতি বছরের ন্যায় এবারও সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত শিশুদের উপহার দেয়া হয় শীতের নতুন জামা হুডি। এ সময় হাজার শিশু ও তাদের অভিভাবকদের সমাগমে মুখরিত হয়ে উঠে আয়োজন। পরে ৪০ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ফ্রি চক্ষু চিকিৎসা সেবা হিসেবে ১৭০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা, ৪২ জনকে সার্জারি (অপারেশন) ও ৪২ জনকে বিনামূল্যে চশমা বিতরন করা হয়। চক্ষু চিকিৎসায় সহযোগিতা ও কৃতজ্ঞতায় ছিলেন রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশন ও কৃতজ্ঞতায় ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস।
অনুষ্ঠানে সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও শিশুস্বর্গের প্রধান উপদেষ্টা কায়কোবাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন পরিচালক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (যুগ্ম সচিব) পরিচালক কাজী আবু তাহের, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মিজানুর রহমান, পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি নীল উৎপল সরকার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম টিপু, মাহবুব মোরশেদ, জিয়াউর রহমান জিয়া, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, আয়েশা মেমোরিয়াল এন্ড শিশুস্বর্গ বিদ্যা নিকেটনের অধ্যক্ষ আতাউর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ বলেন, শিশুস্বর্গের আজ এক যুগে প্রবেশ করেছে। এই একযুগে আমরা সীমান্তের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র, ঈদবস্ত্র, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নারী কর্মসংস্থান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন, শিশুস্বর্গ স্কুল প্রতিষ্ঠাসহ আগামীতে সুবিধা-বঞ্চিত শিশুদের উন্নত ভবিষ্যত গড়ার পরিকল্পনা হিসেবে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে শিশুস্বর্গ বিদ্যা নিকেতন ও শিশু আশ্রম, নারী উন্নয়ন নকশীকাথা প্রশিক্ষণ, মাধ্যমিক স্কুল ও শিশু হাসপাতাল গড়ার পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সুবিধা-বঞ্চিত, অসহায়-হতদরিদ্র শিশুদের নিয়ে কাজ করা, তাদের পাঠদানে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্রসহ সামাজিক উন্নয়নমুলক কাজে জাবিয়ান কর্তৃক পরিচালিত শিশুস্বর্গের কর্মকান্ডকে ধন্যবাদ জানান ও স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগমে মিলনমেলা বসে। সন্ধ্যায় জাবিয়ানদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST