ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
৬ জানুয়ারি দিনাজপুরের মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিনটি স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । প্রস্তুতি সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা শাখা সভাপতি আল মামুন সরকার সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল । বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শংকর দাস,নুর আলম সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ আজবির,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মুবেদিন আরজ,কোষাধক্ষ্য ইদি আমিন ফ্রান্সিস , গুলশান আরা লাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
১৯৭২ সালের এই দিনে দিনাজপুরের মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে এক আকষ্মিক মাইন বিস্ফোরণে একসঙ্গে শহীদ হন মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। ইতিহাসের পাতায় এ দিনটি একটি শোকাবহ দিন। সভায় বক্তারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা আয়োজিত ০৬ জানুয়ারী ২০২২ইং সকাল ১০ ঘটিকায় চেহেলগাজী মাজার প্রাঙ্গনে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST