কুড়িগ্রামের পাথরডুবি ইউপি চেয়ারম্যান মিঠু দুর্নীতির মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

কুড়িগ্রামের পাথরডুবি   ইউপি চেয়ারম্যান মিঠু দুর্নীতির মামলায়   গ্রেপ্তার

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তার বাসভবণ থেকে তাকে দুর্নীতি মামলায় আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদুক) এর একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়েছিল। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest