ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পাষান আলী (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (২৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়।
আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।
বিজিবি জানায়, পাষান আলী অবৈধভাবে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্য সীমান্তে টহলরত অবস্থায় দেখতে পায় এবং সন্দেহ হলে তাকে আটক করেন। সে চোরাচালান ব্যবসার বিষয়ে বাংলাদেশে আসে বলে জানান বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙা বিওপি’র সুবেদার খালেদুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিজিবি কর্তৃক আটক ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST