ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
নীলফামারী প্রতিনিধীঃ
ভারতীয় রোগাক্রান্ত গরু বর্ডার ঘেঁষে প্রতিনিয়ত ঢুকছে
নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগন্জ গরুরহাট সহ বিভিন্ন হাটে। ভারতীয় রোগাক্রান্ত গরুর রমরমা ব্যবসা চলছে। জানাযায়,একটি শক্ত সক্রিয় সিন্ডিকেট এই ব্যবসা পরিচালনা করে আসছে । মঙ্গলবার(১ ফেব্রুয়ারি ) সরেজমিনে বিকেলে গরুর হাটে গিয়ে দেখা যায় প্রায় ১২টির মত ভারতীয় রোগাক্রান্ত গরু ক্রেতা ও বিক্রেতার যোগসাজক চলছে।
এই ব্যবসার সাথে জড়িত নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, ইজারাদারদের ইন্ধনে এ ব্যবসা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি দেখতে পান চলতি করোনার বিধি নিষেধ মাস্ক ছাড়া হাটে প্রচুর জনসমাগম। তিনি এসব দেখে ইজারাদারদের সহ দালালদের হুশিয়ার করে বলেন, আমি দ্বিতীয়বার হাটে এসে এরকম ব্যাপার দেখলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, “এমন অভিযোগ গত হাটবার পেয়েছি ও সাবধান করে দিয়েছি, আজ নিজে পরিদর্শন করেছি ভবিষ্যতে এমনটা হলে আমি হাট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।”
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST