তেঁতুলিয়ায় থাকার ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

তেঁতুলিয়ায় থাকার ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :

তেঁতুলিয়ায় চিমনজোত গ্রামে থাকার ঘর ভেঙ্গে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে । এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুই জন আহত হয়েছে। তারা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে চিকিৎসাধিন রয়েছেন । এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চিমনজোত গ্রামের খায়রুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন প্রায় এক যুগ ধরে দর্জিপাড়া মৌজার এস এ ১৫৫ নং খতিয়ানের দুই দাগে সাড়ে ১২ শতক জমিতে বাড়ি করে বসবাস করে আসছে। হঠাৎ করে বিরোধী পক্ষ আব্দুল হালিমের ছেলে জুয়েল হোসেন ও তার সঙ্গীরা মঙ্গলবার রাতে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা করে। এসময় প্রসব জনিত অসুস্থতায় আনোয়ার তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। সে সুযোগে বিরোধীরা ঘর ভেঙ্গে দিয়ে জমি দখল করে নেয়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য বাড়িতে টাকা আনতে গেলে বাড়িতে গিয়ে দেখি হালিম, জাহিদুল ও জুয়েলসহ ৬জন সঙ্গবদ্ধ সন্ত্রাসী কায়দায় আমার থাকার ঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তাতে আমি ও আমার বাবা বাধা দিতে গেলে জুয়েল ও তার সঙ্গীরা লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। তারা জমি দখল করে নেয়। ঘর থেকে গরু বিক্রির ৮৫ হাজার টাকা চুরি হয়েছে। আর এ ঘটনায় আমি ও বাবা দুজনই আহত হয়েছি। এখন বাড়িতে ফিরতে পারছিনা। তারা প্রাণনাশের হুমকি দিচ্ছে। উপায়ন্তর না পেয়ে ৬ জনকে আসামী করে হয়ে তেঁতুলিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি আমাদেও, আমরা ঘর ভেঙ্গে দিয়ে ঘর তুলেছি। এই জমির মালিক আমরা।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest