জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২

জয়পুরহাটে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে
র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে ৩রা ফেব্রুয়ারি দুপুরে জয়পুরহাট জেলার সদর থানাধীন শালপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে
পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মাদক কারবারি আঃ রাজ্জাক (৫০) কে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাবের চৌকশ অপারেশনাল দলটি।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাজ্জাক দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে।

তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest