ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি ঃ
দিনাজপুরের নবাবগঞ্জে একদিনের টানা বৃষ্টিতে আলুর জমিতে ব্যাপক পানি জমেছে।পানি জমে থাকার কারণে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন আলুচাষিরা । কয়েকদিন পরেই আলু তোলার সময়, এর মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ২-৪ দিন থাকে, তা হলে আলু পচে যেতে পারে। উপজেলায় ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন এখানকার আলুচাষিরা। জেলায় সকালে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৭.২ মিলিমিটার।
সরেজমিনে দেখা যায় আলুর ক্ষেতগুলোতে পানি জমে যাওয়ায় পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। আলুচাষি মোস্তাকিম জানান, হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমেছে। জমিয়ে থাকা পানিগুলো বের করে দেওয়া হচ্ছে। পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে। টানা ২-৩ দিন রোদ দেখা দেয় তাহলে আলু কিছুটা রক্ষা পেতে পারে।
কামারপাড়ার আলুচাষি শাহাবুল বলেন, আমি এবার ০৮ বিঘা জমিতে আলু চাষ করেছি। রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সব আলু পচে যাবে। আমার এবার ফকির হওয়া ছাড়া উপায় নেই।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, নবাবগঞ্জে রাত থেকে বৃষ্টি হচ্ছে। এতে ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। বিশেষ করে উপজেলার আলু ক্ষেতগুলোতে পানি জমে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।
দিনাজপুর আবহাওয়া অধিদফতর সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে।রাত থেকে দিনাজপুরসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে সকাল ৬টায় সর্বমোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭.২ মিলিমিটার। অঝোর ধারায় বৃষ্টি বন্ধ হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে আরও কয়েক দিন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST