ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউপির ৮ নম্বর কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ১৫ বছরের এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তাসিফ (১৫)।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে এক কিশোর নিহত হন।
তিনি আরও বলেন, আজ সোমবার সকালে সোনাকানিয়া ১৭ নং ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST