করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৮০১৬

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২২

করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৮০১৬

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের।এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭০৩ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন।এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জন। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।গত ২৪ ঘন্টায় দেশে ৪২ হাজার ৫৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার করোনায় ৪৩ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮ হাজার ৩৫৪ জন। শনাক্তের হার ছিল ২০ দশমিক ০৩ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ, ৯ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest