নাচে-গানে উৎসবমূখর পরিবেশে জয়পুরহাটে বসন্ত বরণ ১৪২৮ উদযাপিত

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

নাচে-গানে উৎসবমূখর পরিবেশে জয়পুরহাটে বসন্ত বরণ ১৪২৮ উদযাপিত

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে নাচে-গানে উৎসবমূখর পরিবেশে বসন্ত বরণ ১৪২৮ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পহেলা ফাল্গুন ১৪ই ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নতনে বসন্ত বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতকালকে বিদায় জানিয়ে শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। একই সঙ্গে আজ বিশ্ব ভালোবাসা দিবস।

উক্ত বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, জেলার পাঁচটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা বসন্ত বরণের সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রাচীন আমল থেকেই পহেলা ফাল্গুন পালন করা হতো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালন করার রীতি চলে আসছে। তবে ১৪০১ বঙ্গাব্দে এদেশে প্রথম ‘বসন্ত উৎসব’ পালিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest