ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে অসহায় বিধবা রেশমা সহ তার পরিবারকে নির্যাতন, সহ রাতের আঁধারে তার দোতলা ভবনে মাদকসেবীদের আড্ডাস্থল করেছে মাদকসেবী রাকিব। প্রতিবাদ করলে রেশমার উপর চলে শারীরিক নির্যাতন। এই নির্যাতনে রাকিবের সঙ্গে তার আত্মীয়স্বজন জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে রেশমা । , কুড়িগ্রাম শহরের পলাশবাড়ি মৌজার ( পাঠানপাড়া ) এলাকার স্বামী পরিত্যাক্তা রেশমা। অভাবের তাড়নায় জীবন বাঁচাতে তাগিদে সে কুড়িগ্রাম থেকে চলে গিয়ে ঢাকায় চাকুরী করেন। রেশমার পরিবারের আয় রোজগার করার কেউ নেই। রেশমা আয়ের উপর তার বিধবা মা,বোন ও সন্তানের জীবন চলে। অতি কষ্টে সে ছেলে ও ভাইকে বানিয়েছে হাফেজ। রেশমার স্বচ্ছলতা চোখের বালি হয়ে দাঁড়িয়েছে আইনুল, জরিনা বেওয়া ,জাহিদ, বাবু, , সুজন, রাকিব, ও লাকি সহ ৫ টি পরিবারের। রেশমা বেওয়া জানান , আমার পরিবারে উপযুক্ত পুরুষ না থাকায় ঐ পরিবারগুলোর মধ্যে কেউ আমাকে কু প্রস্তাব,ও ঐ পরিবারের এক মাদকসেবী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রাতের আঁধারে আমার দু তলা ভবনের সাথে থাকা সুপারী গাছ দিয়ে ভবনের ছাদে উঠে মাদক সেবন করে আসে। সব মিলিয়ে ঐ পরিবারগুলো আমাকে কোণঠাসা রেখেছে। সম্প্রতিকালে আমাকে তারা শারীরিক নির্যাতন করেছে। নিরুপায় হয়ে আমি কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেছি। এই মামলা করার পর থেকে আমার পুত্র ও ভাইকে তারা গুম করার হুমকি দিচ্ছে। রেশমা জানায় আমি সহ আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST