ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
গোলাম মোস্তফা খান দাকোপ,খুলনা
দেশের সেরা কোটি কোটি টাকার তরমুজ দাকোপে চাষ হয়। বৃষ্টির কারনে কৃষকরা কিছুদিন বেশ হতাশ থাকার পর আবারও জোরে সোরে চাষ শুরু করেছে।
দাকোপের চালনাবাজারে তরমুজ চাষের নানা সরঞ্জাম বিক্রির হিড়িকও পড়েছে সেই দুদোকানে। পোদ্দার ও বিশ্বাস নামের দুদোকানে। প্রতিটি দোকানে কমপক্ষে ৬ থেকে ৮ লক্ষ টাকার মালামাল বিক্রি হচ্ছে ভোর থেকে গবির রাত পর্যন্ত। আর তরমুজ সময়মত ভাল হলে বিঘা প্রতি লাভ ১ লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত গত বছর যেমনটা হয়েছিল।
কৃষকরা জানান,আগাম বা আগে ভাগে তরমুজ চাষ করতে পারলে বিঘায় কমপক্ষে লক্ষ টাকা অনাসে লাভ করা যায়। এক বিঘায় ধানে লাভ
হয় মাত্র ৫/৬ হাজার টাকা। গতবছর শুধু দাকোপের সর্বত্রই মিলে প্রায় ১ হাজার কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছিল তথ্য দাকোপ কৃষি অফিস। তবে শেষ দিকে গতবছর আবহাওয়া খারাপের কারনে দিকে কিছু কৃষকের কম লাভ হয়েছিল। লোকসান হয়নি। তারপরও অনেকের বেশ জমি থাকা সত্তেও
তরমুজের চাষ করে না বর্গা দেয়। রিস্ক নিতে চায় না। কিন্তু নিন্মবিত্ত, গরিব শ্রেনী বিঘা প্রতি মাত্র ৮/১০ হাজার টাকায় বর্গা নিয়ে রাত দিন নারি পুরুষ কষ্ট করে চাষ করে অনেক টাকা লাভ করে আসছে বেশ কয়েক বছর ধরে।এক সময় তরমুজ শুধু দাকেপের বাজুয়াতে হতো। এখন দাকোপের সকল ইউনিয়ন এমনকি পৌর এলাকার জমিতেও তরমুজ চাষ হয়। পার্শবর্তী বটিয়াঘাটায়ও চলছে জোরে সোরে তরমুজ চাষ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST