রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

রাণীশংকৈলে  ঐতিহাসিক ৭ই মার্চ দিবস  পালিত

কলিন চন্দ্র ইতু রায় ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” স্লোগানে গোটা দেশের ন্যায়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক ৭ই মার্চ দিবস” পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ সোমবার (৭ই মার্চ) সকালে উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ওসি তদন্ত আ: লতিফ, শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ডা: আ: আল মামুন,কবি সাবেক রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম,সীমান্ত বসাক, জাহিদ হাসান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, তথ্যসেবা কর্মকর্তা হালিমা, রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান, সমাজ-সেবা কর্মকর্তা আ: রহিম,পি আইও, আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস যুব-উন্নয়ন অফিসার, উপ-সহকারি প্রকৌশলী অফিসার তরিকুল ইসলাম, সেটেলমেন্ট,উপ-খাদ্য পরিদর্ষক নবাব, প্রভাষক প্রশান্ত বসাক ও সুকুমার বসাক,ইএসডিও খাইরুল আলম সহ রাণীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সভাপতি ফারুক আহাম্মেদ ও প্রচার সম্পাদক বিজয় রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাদেকুল ইসলাম ৷


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest