তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২

তেঁতুলিয়ায়  বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত।

সোমবার ৭ মার্চ সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) জনাব শেখ জাবের আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। আরো উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবুল কাশেমসহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব তাৎপর্য, গুরুত্ব ও এর অন্তর্নিহিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest