কুড়িগ্রামের উলিপুরে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের আত্মহত্যা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের আত্মহত্যা

‌‌
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।কুড়িগ্রাম উলিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রাম উলিপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে বিজয় দিবসের বেদিতে জুতা পায়ে বেদীতে উঠেন। এ ঘটনায় কর্মচারীরা তাকে লাঞ্ছিত করেন এবং তার বিরুদ্ধে মামলা করেন। আত্মসম্মান নিয়ে তিনি হতাশায় ভোগেন এবং শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে তাকে বদলি করেন জয়পুরহাট পাঁচবিবি কলেজে। তার স্ত্রীর দাবি উলিপুর কলেজ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তার কাছে ফোন আসতো।


এভাবে দীর্ঘদিনের মামলা এবং নিজের উপর ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। আজ বুধবার সকাল ৯ ঘটিকায় তার নিজবাড়ি হিঙ্গরায় গোড় স্থান পাড়ায় ২য় তলায় তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest