ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী থানা ক্যাম্পাসকে পরিস্কার পরিছন্ন করে সবুজায়নে কাজ করছেন থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান। তিনি থানা ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব এবং জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের মাধ্যমে ফুলবাড়ী থানাকে জনবান্ধন থানা হিসেবে গড়ে তুলতে চান।
গত ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে তিনি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের পরেই বিভিন্ন রকমের সুস্বাদু ফল ও ফুলের গাছ লাগিয়ে থানা ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব করে তুলতে কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে মাধ্যমে ‘ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ‘ স্লোগানের সফল বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী থানাকে জনবান্ধন থানা হিসেবে গড়ে তুলতে চান।
তিনি বলেন, ফুলবাড়ী থানা ক্যাম্পাকে সবুজায়নের মাধ্যমে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব করে তুলতে আমি ব্যক্তিগত উদ্যোগে এপর্যন্ত ২২ প্রজাতির ২ শতাধিক চারাগাছ লাগিয়েছি। ফলে থানা ক্যাম্পাস দৃষ্টিনন্দন হয়েছে। পাশাপাশি ফুলবাড়ী থানাকে জনবান্ধন থানা হিসেবে গড়ে তুলতেও কাজ করে যাচ্ছি। আমরা জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে চাই। সেজন্য অপরাধ দমনে জনগনকে সম্পৃক্ত করতে আমরা ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশের মাধ্যমে উঠান বৈঠকের আয়োজন করে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, জুয়া, বাল্য বিবাহ ও আত্মহত্যা নিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি দায়িত্ব গ্রহনের পরে এ পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ইস্কাপ, ৩২ কেজি ৬০০গ্রাম গাঁজা ও ৪ টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত ১০ টি মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। আমি বিশ্বাস করি সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন।আমরা সকলে মিলে ফুলবাড়ী উপজেলাকে অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST