তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিশু দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পরিষদ হলরুমে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। পরে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শেখ জাবের আহম্মেদ, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার আইয়ুব আলী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কেককাটা, আলোচনা সভা, প্রতিযোগিতা, এতিম ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, সন্ধ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি ও মঞ্চনাটকের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও সন্ধা ৭টায় দিকে বাংলাদেশ আওমীলিগ যুবলীগ ও কৃষকলীগের আয়োজনে তেঁতুলিয়া উপজেলা শাখায় কেককেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন কেন্দীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মো আব্দুল লতিফ তারিন সহ আরো অনেকে, অন্যদিকে উপজেলা প্রসাশনের পক্ষে রয়েছে সাতদিন ব্যাপি থাকছে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest