কুড়িগ্রামে পাউবোর অধীনে দ্রুত গতিতে চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২২

কুড়িগ্রামে পাউবোর অধীনে দ্রুত গতিতে চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ

‌সাইফূর রহমান শামীম,, কুড়িগ্রাম।।কুড়িগ্রামে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধ নির্মাণ হলে পাল্টে যাবে কুড়িগ্রামের চরাঞ্চলের দৃশ্যপট। :;;;প্রকল্পটি কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন এবং জনসাধারণের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি সাধিত হবে। খোঁজ নিয়ে জানা যায় কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নওয়াবশ চৌধুরী পাড়া ( কদমতলা) এলাকায় লোনা নিয়াজএন্ড সৈকত জেডিসি এর আওতায় ৫ শত মিটার দূরত্বের কাজ দ্রুত গতিতে চলছে। এ পর্যন্ত প্রায় ২০ , হাজার জিও ব্যাগের কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানান এ বাধ নির্মাণ হলে ধরলার ভাঙ্গনের কবলে থেকে অনেক সড়ক, ফসলের জমি, মসজিদ-মন্দির ,কবরস্থান ,ও জনবসতি রক্ষা পাবে। জমিতে ফসল ভাল হবে ,এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। ঠিকাদার সংস্থা জানান কাজের মেয়াদ ২০২৩ সালের ৩১ মে রয়েছে। এর মধ্যে কাজ শেষ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। জানা যায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কুড়িগ্রামে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম সদর,, রাজারহাট, উলিপুর, চিলমারি ,রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী সোনাহাটে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, ও দুধকুমার নদীর ডান- বামতীর নদী তীর সংরক্ষন ও বাঁধ নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest