একটি গাছে মাত্র একটি তরমুজ ফল রেখে বাদবাকি সব কেটে ফেলার হিড়িক শুরু হয়ে গেছে দাকোপে।

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২২

গোলাম মোস্তফা খান,খান,দাকোপ,খুলনা।

দাকোপের হাটে,মাঠে ঘাটে দিবারাত্র একটিই মাত্র আলোচনা সেটা হচ্ছে তরমুজ আর তরমুজ। কোটিপতি থেকে শুরু ভুমিহীন সকলেই তরমুজ চাষ করেছে।দাকোপের এক ইঞ্চি জায়গা কোথাও ফাকা নেই। ছবির এ তরমুজ চারা গাছটি একেই বলে রোগমুক্ত বাড়ন্ত তরমুজ চারাগাছ । প্রতিটি গাছে বেশ কয়েকটি তরমুজ ফল আসলেও তরমুজ দ্রুত বড় করে বাজারজাত করার জন্য মাত্র ১ টি করে তরমুজ ফল রাখা হবে, বাদবাকি ফল কেটে ফেলা হবে, সে কাজটি বর্তমানে দেদারছে চলছে।একটি মাত্র ফল রাখার ফলে ৬/৭ কেজি থেকে শুরু করে ১৩/১৪ কেজি পর্যন্ত ওজন হবে প্রতিটি তরমুজের। তাতে বড় ফল হিসাবে মুল্যও অনেক বেশি পাওয়া যাবে। এটাই তরমুজ চাষের একটি অন্যতম ফর্মুলা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest