পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে বিষ দিয়ে জমির ধান নষ্ট করলো দূর্বৃত্তরা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে বিষ দিয়ে জমির ধান নষ্ট করলো দূর্বৃত্তরা

আবু রায়হান, জয়পুরহাটঃ
পূর্ব শত্রুতার জের ধরে জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দূবৃত্তরা। সদর উপজেলার পুরানাপৈলের গঙ্গাদাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভূক্তভোগী কৃষক এমরান আলী (১ এপ্রিল) শুক্রবার সকালে দোষিদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী কৃষক জানান, গত বুধবার গভির রাতে পূর্ব শত্রুতার জের ধরে দূবৃত্তরা শীষ গজানো তিন বিঘা ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। তারপর থেকে ধিরে ধিরে পুরো ক্ষেতের সবুজ ধানগাছ গুলো পুরে সাদা হয়ে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও ক্ষতি পুরুনের দাবী জানিয়েছেন ওই কৃষক।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ভূক্তভোগী কৃষক এমরান আলী থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকাবাসিরা ক্ষোভ প্রকাশ করে জানান, ধান হলো কৃষকের প্রাণ। কঠোর পরিশ্রম ও ধার-দেনা করে কৃষকেরা ফসল ফলায়। অন্যায়ভাবে বিষ দিয়ে এই ফসলের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি হওয়া উচিত এবং কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষককে সহায়তা করা দরকার।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার ইকবাল জানান, বিষয়টি জানার পরই কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষককে পরামর্ষ দেওয়া হয়েছে এবং প্রাকৃতিক দূর্যোগ ছারা কৃষকদের ক্ষতি পুরুন দেওয়ার সুযোগ নেই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest