শিমুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চান নাগেশ্বরীবাসী

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২

শিমুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেতে চান নাগেশ্বরীবাসী

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম ।।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদে আগামীতে রুকনুজ্জামান শিমুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান উপজেলাবাসী। তিনি রায়গঞ্জ ইউনিয়নের দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি। শিমু ১৯৯১ সালে রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ১৯৯৩ সালে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৩ সালে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচিত হয়ে টানা ২০ বছর দায়িত্ব পালন করেন। তিনি রায়গঞ্জ ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং বর্তমান নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রুকনুজ্জামান শিমু উপজেলায় জনপ্রিয় একজন নেতা। উপজেলার কোন মানুষ বিপদে পল্লে তার কানে পড়া মাত্রই সেখানে ছুটে যান। তিনি প্রতিনিয়ত অসহায়দের পাশে থাকায় শিমুকে ভরসা স্থানীয়দের। অনেকে জানান শিমু এলাকার সবার কাছে জনপ্রিয়। আগামীতে তিনি উপজেলা চেয়ারম্যান হলে উপজেলার অনেক উন্নয়ন হবে। শিমু গরিবের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমত সমাধানের চেষ্টা করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন , আগামীতে শিমুকে দল থেকে মনোনয়ন দিলে এলাকার গরিব, অসহায় মানুষ সরকারের দেয়া সুযোগ সুবিধা গুলো ভালো ভাবে পাবেন। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। উপজেলা নির্বাচন এখনো দীর্ঘ সময় থাকলেও আগাম মাঠে-ঘাটে শোনা যাচ্ছে শিমুর নাম। তাকে নিয়ে অনেক দলীয় নেতাকর্মীর মধ্যে অনেকখানি প্রত্যাশাও রয়েছে। জানা যায় দলীয় আদর্শের অবিচল ত্যাগ, সংগ্রামী নেতা হিসেবে পরিচিত রুকনুজ্জামান শিমু। বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের ধারার সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। ফলে সাধারণ মানুষ থেকে সকল স্তরের মানুষের কাছে প্রাণপ্রিয় নেতা রুকনুজ্জামান শিমু। যার হৃদয় আঙ্গিনায় সবটুকু দরদ আর ভালোবাসা আওয়ামী লীগের রাজনীতিতে। যিনি নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে সেই রাজনীতিবিদ রোকনুজ্জামান শিমু।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest