ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম ।। কুড়িগ্রাম শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে বুকিং দিতে আসা একটি কার্টন থেকে ১৪৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় শহরের কলেজ মোড়ে অবস্থিত সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসব মালামাল জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সদাগর কুরিয়ার সার্ভিসের কুড়িগ্রাম অফিসের ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যার পর অজ্ঞাত এক ব্যক্তি সাদা পলিব্যাগে মোড়ানো একটি কার্টন নিয়ে এসে তা বুকিং করতে চান। কার্টনের ভেতর কী মালামাল আছে তা খুলে দেখতে চাইলে ওই ব্যক্তি কৌশলে ফোনে কথা বলতে বলতে উধাও হয়ে যান। কিছু সময় অপেক্ষা করার পর কার্টন খুলে ভেতরে ফেনসিডিলসহ প্রশাধনী দেখতে পেয়ে হেড অফিস ও স্থানীয় থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মালামাল জব্দ করে। কার্টন নিয়ে আসা ব্যক্তিকে চিনতে পারিনি।’
পুলিশ জানায়, জব্দ মালামালের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেনসিডিল, তিন শতাধিক খালি মোড়কসহ ৮৭ পিচ স্কিন সাইন নামে ভারতীয় প্রসাধনী এবং গোডরেজ বেবি সাবান তিন পিস। তবে প্রশাধনীগুলো মূলত বিভ্রান্ত করার জন্য ফেনসিডিলের বোতলের ওপর ঢেকে দেওয়া ছিল। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST