ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরভার নব নিযুক্ত প্রশাসকের আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করালেন ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দূঃসময়ের ত্যাগী নেতা ও নব নিযুক্ত পাঁচবিবি পৌরসভার প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী।
গত ২১ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা- ১ এর প্রজ্ঞাপনে উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাঁচবিবি পৌর প্রশাসক হিসেবে আব্দুল কাদের ব্যাপারীকে নিয়োগ করা হয়।
বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা পাঁচবিবি পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করায় দলীও নেতাকর্মী ও পৌর বাসিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করার লক্ষে রবিবার (২৪ এপ্রিল) বিকালে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য বিদায়ী পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ চন্দন, পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল আমিন সাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দূঃসময়ে দলের পাশে থেকে সাংগঠনিক ভাবে দলকে গুছিয়েছিলেন প্রবীণ আ. লীগের নেতা আব্দুল কাদের ব্যাপারী। দুঃসময়ে হাল ধরেছিলেন পাঁচবিবি উপজেলা আ. লীগের। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এছাড়াও আ.লীগের রাজনীতিতে জেলা আওয়ামী লীগের সদস্য ও জয়পুরহাট জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ইফতার মাহফিল অনুষ্ঠানে আব্দুল কাদের ব্যাপারী
বলেন, শেষ বয়সে আমাকে সন্মানিত করার জন্য মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST