ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২২
সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের ঘর নিজেরাই ভেঙ্গে ৯৯৯ এ ফোন করার অভিযোগ উঠেছে।গতকাল সোমবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্ত আ.কাদের ও তার ছোট ভাই আ. কুদ্দুস আলি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের মৃত নুর মামুদের ছেলে।
প্রতিবেশী ও পুলিশ সুত্রে জানা যায়, গত দুই বছর যাবত একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আকবর আলীর পরিবারের সাথে শুপাড়ি বাগান নিয়ে আ.কাদেরের পরিবারের বিরোধ চলতেছে।স্থানীয় শালিসের মাধ্যমে একাধিক বার মিমাংসা করার চেষ্টা করলেও তা সম্ভব হয় নি।গতকাল আকবর আলী তাদের শুপাড়ি বাগানে শুপাড়ি পাড়তে গেলে আ.কাদেরের পরিবার গালিগালাজ করে, এক পর্যায়ে নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করে ৯৯৯ ফোন করে আকবর আলির বিরুদ্ধে অভিযোগ করলে, ফুলবাড়ি থানার এ.এস.আই রেজাউজ করিম ঘটনা স্থলে এসে তদন্ত করেন ও ভিডিও ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে ফুলবাড়ি থানার এ.এস.আই. রেজাউল করিমের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত লোকজনের সাথে কথা বলে ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হই যে আ.কাদেরর পরিবার নিজেদের ঘর নিজেরাই ভাঙচুর করে আকবর আলির পরিবারের উপর দোষ চাপানোর চেষ্টা করে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST