উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২

উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

আগামী ১৫ জুন খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলা বাজারের মাঠ প্রাঙ্গণে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর এমপির মার্কা নৌকা মার্কাকে জয়ী করে তার মুখের হাসি ফোটানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানাই।

সভায় বক্তারা আগামী ১৫ জুন নৌকা মার্কার বিজয় নিশ্চিত করে শান্তি-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল হক সরকার হাফিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest