ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ৩ দিন পর র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমসহ তার দুই শিশু সন্তানকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী
নারগিজ আক্তার(২৩), তার পুত্র আরমান হোসেন(৭) ও কণ্যা জান্নাত ইসলাম আতিয়া (৪)।
মঙ্গলবার (২৪ মে) জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বেলা ১১ টা ১৫ মিনিটে
জয়পুরহাট জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ২১ মে শনিবার আনুমানিক বিকেলে নারগিজ আক্তার ও তার দুই সন্তানসহ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে অনেক খোজাখুজি করে না পেয়ে স্বামী জহুরুল ইসলাম গত ২৩ মে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে অত্র ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিমসহ তার দুই শিশু সন্তানকে উদ্ধার করে।
র্যাব এক প্রেস বিজ্ঞাপ্তে জানিয়েছে, তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের জিডি মূলে তাদের অভিভাবক জহুরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST