ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২২
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : তেঁতুলিয়া বাংলাবান্ধা আমদানি-রপ্তানীকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধায় জেলা পরিষদ ডাকবাংলোয় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপ।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের সঞ্চালনায় আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে উপস্থিত থেকে মরহুম গোলাম আজম সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, চেম্বারস অব কমার্সের সাবেক সভাপতি হান্নান শেখ, চেম্বার অব কমার্সের ডিরেক্টর রেজাউল করিম শাহিন, বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, আলহাজ্ব মোজাফফর হোসেন, স্থলবন্দরের লোড-আনলোড এসোসিয়েশনের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপ, সিএন্ডএফ ও লোড-আনলোড এসোসিয়েশনের নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা গোলাম আজমের স্মৃতিচারণ করে ব্যক্তিত্ব, ব্যবসা ও সাংগঠনিক দক্ষতা ও অবদান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসা পরিচালনার বিষয়ে চলমান সমস্যা সমাধানে সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি আব্দুল লতিফ তারিন বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য ও আগামীদের দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে যেকোন সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, চলতি সালের গত ৫ মার্চ পঞ্চগড়ে নিজ বাড়ির শোবার ঘর থেকে বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আজমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদকও ছিলেন।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST