ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ জাল ধ্বংস

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২২

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ জাল ধ্বংস

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোবাইল কোটের মাধ্যমে নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার ভূরুঙ্গামারী বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও ড্রাগন জাল জব্দ করে পুড়ে ছাই করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সুমন,মামুন ও ছাইফুর রহমান নামের তিন জাল বিক্রেতার নিকট থেকে ২১টি কারেন্ট ও ড্রাগন জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী জানান, তিন ব্যবসায়ীর কাছ থেকে ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম জানান, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest