জয়পুরহাটে কবিগুরুর ভ্রমণকালের কিছু অভিজ্ঞতা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

জয়পুরহাটে কবিগুরুর ভ্রমণকালের কিছু অভিজ্ঞতা বিষয়ক সেমিনার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে কবিগুরুর ভ্রমণকালে কিছু অভিজ্ঞতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সরকারি কলেজের দরবার হলে বাংলা বিভাগ আয়োজিত সেমিনার করা হয়।

এসময় জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর দেবাশিস দত্ত, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক কাওসার হোসেন, প্রবন্ধ উপস্থাপক জসক’র বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সমীর কুমার সরকারসহ অন্যান্যরা।

প্রবন্ধ উপস্থাপক জসক’র বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সমীর কুমার সরকার বলেন, সেমিনারে কবিগুরুর ভ্রমনকালে কিছু অভিজ্ঞতা ও নজরুল সাহিত্যে মানবতা বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest