পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ কমিটি গঠনের পাঁয়তারা ।।

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ১, ২০২২

পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ কমিটি গঠনের পাঁয়তারা ।।

কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রাম সদরের পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিলের জন্য অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা। খোঁজ নিয়ে জানা যায়, ইতিপূর্বে ম্যানেজিং কমিটির সভাপতির কঠোর নজরদারিতে প্রতিষ্ঠানটি থাকায় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান নিজের স্বার্থ হাসিলে ব্যর্থ হয়। এই অবস্থায় কমিটির মেয়াদ শেষ হলে, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক কমিটি গঠনের লক্ষ্যে কোন মিটিং, না করে গোপনে তার মনগড়া কমিটি উপজেলা শিক্ষা অফিসের দাখিল করে। দাখিলকৃত কাগজপত্রে পূর্বের সভাপতি দলিলুর রহমান এর স্বাক্ষর জাল করার গুমর ফাঁস হয়ে পড়ে উপজেলা শিক্ষা কমিটির সভায়। ব্যাপক অনুসন্ধানে জানা যায় মাসুম নামে এক ছাত্র নিয়মিতভাবে নাগেশ্বরী উপজেলার শ্রীপুর চন্ডিপুর দারুন আকরাম মাদ্রাসার নিয়মিত ছাত্র। ওই মাদ্রাসায় মার্চ, এপ্রিল ও মে মাসের হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত দেখা যায় মাসুমকে।


ওই ছাত্রের নাম কুড়িগ্রাম সদরের পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রয়েছে। ওই সূযোগকে পুঁজি করে প্রধান শিক্ষক তার নিজ স্বার্থ হাসিলের জন্য মাসুমের পিতা নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমকে অভিভাবক সদস্য দেখিয়ে তাকে সভাপতি করার পায়তারা করছেন। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি। এ ইউনিয়নে অনেক অভিভাবক রয়েছেন। তারপরও প্রধান শিক্ষক পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা আবুল কাশেমকে সভাপতি করার পাঁয়তারা কিভাবে করছে এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠেছে অনিয়মিত ছাত্র মাসুমের পিতাকে সভাপতি করলে প্রধান শিক্ষক নানা অনিয়ম ও ও দুর্নীতি করলেও স্থানীয়ভাবে দেখার কেউ থাকবে না। এর জন্যই অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বলে অনেকের জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest