জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২, ২০২২

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দূর্ঘটনায় সেতু সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১১ টার দিকে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের বটতলী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুইটি মোটরসাইকেলে চারজন একসাথে জয়পুরহাটে আসার পথে বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়।

নিহত কলেজ ছাত্র সেতু সাহা বগুড়া জেলার ধুনট উপজেলার অফিসার পাড়া গ্রামের বাসিন্দা স্বপন সাহার ছেলে। সে বগুড়ার আজিজুল হক কলেজের রসায়ন বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও ট্রাকসহ চালক রাজু আলী (২২) কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest