ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
আবু রায়হান, জয়পুরহাট
জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহত শিশু মায়া, কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে স্কুল ফিরে উপজেলার পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ার সরাফত প্রামানিকের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে মায়া আক্তার। সাঁতার না জানায় সে পুকুরে ডুবে যায়।
এসময় অন্য শিশুরা তাকে পুকুরে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠলে স্থানীয়রা পুকুরে নেমে শিশুকে খুঁজতে শুরু করে। এক পর্পুযায়ে কুরের পানির তল থেকে শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশুর নানা ইব্রাহিম হোসেন জানান, তার নাতনি মায়া ২ বছর যাবৎ তার বাড়িতে থেকে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আজকে দুপুরে স্কুল থেকে নাতনি এসে পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে যায়। এরপর আমার নাতনি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST