ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আবু রায়হান, জয়পুরহাটঃ
জনগণের পুষ্টির চাহিদা পূরণ করার লক্ষ্যে জয়পুরহাটে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা আয়োজন করা হয়েছে। এ বছরে ‘বছরব্যাপী ফল চাষে,অর্থ ও পুষ্টি দুই-ই আসে’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মৎস্য অফিসার সরদার মহীউদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্মল পরিবেশ রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছহীন পরিবেশ মস্তকবিহীন দেহের সমান। পরিবেশ রক্ষায় সকলকে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST