ঘোড়াঘাটে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

ঘোড়াঘাটে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলা ডাকাত ও একাধিক মামলার তালিকা ভূক্ত ওয়ারেন্টের ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২২ জুন বুধবার উপজেলার ওসমানপুর বাজার থেকে ১জন ও গাইবান্ধার, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো,ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর দক্ষিণ নয়াপড়ার মোঃ আলমের ছেলে মোঃ আঃ রহমান লেদা ডাকাত(২৮),করঞ্জী বানিয়াল গ্রামের মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু ডাকাত(২৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ তৈয়ব আলী মন্ডলের ছেলে মোঃ এমদাদুল হক এন্দা(৩১)।পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি,মাদক, অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকা-ের মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮এপ্রিল রাত আনুমানিক ২ টার সময় রাণীগঞ্জ মহিলা কলেজ রোডে গাছ ফেলে ট্রাক আটকিয়ে চালক ও হেলপারের কাছ থেকে নগদ টাকা,এনরয়েড মোবাইল সেট,রমজান মাসে রোজা উপলক্ষে কাফেলা দলের নিকট থেকে দুটি মোবাইল সেট, ৭ এপ্রিল রাত আনুমানিক ১০টায় সুজা মসজিদ সড়কে মোটরসাইকেল আটক করে জনৈক বাবু মিয়ার দুটি মোবাইল ও নগদ ১৮ হাজার টাকা কেড়ে নিয়ে যায়।পরে পুলিশ স্থানীয় জনগণের সহায়তায় ওই দিন ৪ ডাকাতকে আটক কওে থানা পুলিশ।গ্রেফতারকৃত ৩ জন ওই ডাকাতির সাথে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করে।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ৩ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।জড়িতদের গ্রেফতারে ্অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আঃ রহমান লেদার নামে ৩টি,জিল্লুর নামে ২টি ও এমদাদুল হক এন্দার নামে ৭টি ডাকাতি,মাদক, অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকা-ের মামলা কয়েকটি থানায় রয়েছে।আটক আসামিদেরকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest