ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
যশোর অফিসঃ যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৬ই জুলাই) সকালে সীমান্তের গোগা গ্রাম থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটরসাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা জব্দ করা হয়।
জব্দকৃত রুপার ও মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। এবং
জব্দকৃত রুপা ও মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST