ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২

ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির সুগন্ধা, বিষখালি ও ধানসিঁিড় এই তিন নদীর মোহনায় নয়নাভিরাম ইকোপার্ক রক্ষায় মানববন্ধন করেছে ইকোপার্ক রক্ষা কমিটি। সোমবার ৯২৫ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কোর্ট রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও পরিবেশ কর্মীরা মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ইকোপার্কের মামলায় সরকার পক্ষ হেরে যাওয়ায় এখন পার্কটি ভুমি খেকোদের হাতে চলে যাবার উপক্রম হয়েছে। সরকার পক্ষ আপিলেও কালক্ষেপন করছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ইকোপার্ক রক্ষায় সরকার পক্ষকে আপিল করার আহবান জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হেবে বলে জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা কমিটির নেতা ফরহাদ হোসেন, মঈন তালুকদার, আল আমীন বাকলাই, আবু সাঈদ খান, সোয়েবুর মোর্শেদ সোহেল ও খসরু নোমান, এড. মিজানুর রহমান মুবিন, কবিতা হালদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, সাংবাদিক দুলাল সাহা, আক্কাস সিকদার, মো: রাজু খান, বশির আহাম্মেদ খলিফা প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest