ঢাকা ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
মোঃ সাগর মল্লিক
খুলনা ব্যুরো :বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য বিভাগের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় জলাশয়ে বিনামূল্যে এসব মাছ অবমুক্তকরণ করা হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফকিরহাট জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মূলঘর ইউনিয়নের কলকলিয়া জিসি স্কুল মাঠ সংলগ্ন খালে দেশীয় ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র কর্মকর্তা জনাব জ্যোতি কনা দাশ, মূল ঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, মো. জিল্লুর রহমান, ইন্দ্রজিত, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর মাঠ সহায়ক কর্মী মো. সাব্বির আহমেদ শুভ প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST