লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকির অভিযানে ভেজাল গুড় তৈরির অপরাধে সাগর হোসেন (৩৫) নামের এক গুড় ব্যবসায়ীকে ৩লাখ টাকা জরিমানাসহ প্রায় ৮৫ মণ ভেজালগুড় তৈরির আলামত ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে র‍্যাব-৫ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে মেহেদী হাসান তানভীর বলেন, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্র্রব্য মিশ্রণে ভেজাল গুড় তৈরী, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে সাগর গুড় ভান্ডারকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এ অভিযানে ৩ হাজার কেজি ভেজালগুড়, ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা, ৫ চুন, ২ কেজি টেক্সটাইল কেমিক্যাল রং ধ্বংস করা হয়। জনস্বার্থে অপদ্রব্য মিশ্রত খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest