ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপ উপজেলার জনগুরুত্বপুর্ন চুনকুড়ি সেতু প্রকল্প
বাস্তবায়নের জন্য গত শুক্রবার কুয়েত তহবিল কর্মকর্তা টিম হেলিকপ্টার যোগে এম এম কলেজ মাঠে অবতরন
করে চুনকুড়ি সেতু এরাকা পরিদর্শন করেন। এ সময় হুইপ পঞ্চানন বিশ্বাস,ঝর্না সরকার এমপি,উপজেলা চেয়ারম্যান মুনসুর আলি খান,শেখ আবুল হোসেন,মিন্টু বিশ্বাস সহ সরকারী পদস্থ কর্মকর্তা
বৃন্দ উপস্থিত ছিলেন।ব্রীজটি নির্মানে ৮০০ কোটি টাকারও বেশী
খরচ হবে যা খরচ করবে কুয়েত সরকার। আর ব্রীজটি নির্মান হলে গোটা দাকোপের সকল এলাকার সংগে সদরের সংগে যোগাযোগ রক্ষা হবে,পর্যটকদের দ্বার উন্মোচন হবে। কৃষিপন্য শহরে বহনের পথ সুগম হবে, উন্নয়ন হবে দক্ষিনের জনপদ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST