লালপুরে জীবিত বৃদ্ধাকে মৃত্যু সনদ ইউপি চেয়ারম্যানের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

লালপুরে জীবিত বৃদ্ধাকে মৃত্যু সনদ   ইউপি চেয়ারম্যানের ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে ছখিনা বেগম নামের এক বৃদ্ধা নারীরে মৃত্যু সনদ প্রদান করে বয়স্ক ভাতা বন্ধের অভিযোগ উঠে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে। অথচ ওই বৃদ্ধা নারীর ঝুপড়ি ঘর টি চেয়ারম্যানের বাড়ীর প্রায় তিনশ গজ দূরে। বৃদ্ধা ওই নারীকে মৃত্যু সনদ দেওয়ায় উপজেলা জুড়ে মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার ১৪ নভেম্বর দুপুরে আইন শৃঙ্খলা সভায় মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম সেলিম বিষয়টি উপজেলা প্রশাসনের আয়োজিত আইন শৃঙ্খলা সভায় বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। পরে ওই চেয়ারম্যান বলেন আমি ভুলবশত জীবিত বৃদ্ধা নারীকে মৃত্যু সনদ দিয়েছি। এজন্য আমি ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করছি। আয়োজিত সভায় বৃদ্ধা নারী ছখিনার বিষয়টি সংশোধন করে বয়স্ক ভাতা পুনরায় দ্রুত চালু করার সিন্ধান্ত নেওয়া হয়।এবিষয়ে সচেতন মহল বলেন,জীবিত ছখিনা বেগম নামে এক বৃদ্ধাকে মৃত্যু সনদ প্রদান করে বয়স্ক ভাতা বন্ধ করে দিয়েছে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু আইন শৃঙ্খলা সভায় ভুল শিকার ক্ষমা প্রার্থনা করেছেন। বিষয়টি শুনে মর্মাহত হয়েছি।এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, বিষয়টি সংশোধন করে বয়স্ক ভাতা পুনরায় দ্রুত চালু করার সিন্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা উপস্থিত সংবাদকর্মীদের বলেন,ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু কেন তার দায়িত্বে অবহেলা করে একজন জীবিত বয়স্ক বৃদ্ধাকে মৃত্যু সনদ প্রদান করেছেন তা খতিয়ে দেখে চেয়ারম্যান বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest