ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ ১৩ টি পদের মধ্যে ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকারি সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি পদে আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহম্মদ মিলন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহজাহান, সড়ক সম্পাদক এসএ জাহাঙ্গীর তুহিন, আহসানুর রাহাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ।
বাকি ৪ টি পদে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বাসস্ট্যাড এলাকায় মটর শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী পক্রিয়ার মধ্য দিয়ে দপ্তর সম্পাদক পদে এম এ হেলাল উদ্দীন, প্রচার সম্পাদক পদে আজাহার আলী, সমাজ কল্যাণ সম্পাদক পদে পারভেজ হোসেন এবং কার্যনির্বাহী সম্পাদক পদে শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST