বদলগাছীতে গাঁজাসহ যুবক আটক।

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

বদলগাছীতে গাঁজাসহ যুবক আটক।

সাগর হোসাইন, বদলগাঁছী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ১৫০গ্রাম গাঁজাসহ শান্ত রবিদাস নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত শান্ত রবিদাস (৩৭) বদলগাছী উপজেলার আধাইপুর ইউপি’র উত্তরপারিচা গ্রামের রবিদাস পাড়ার মৃত মালু রবিদাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের বিশেষ অভিযানে বদলগাছী থানা অফিসার ইনচার্জ মুহা. আতিয়ার রহমানের নেতৃত্বে এস আই মেহেদী হাসান ও এ এস আই বিপেন চন্দ্র বদলগাছীর বিলাসবাড়ী ইউপি’র বালুভরা ব্রীজের পূর্ব পার্শ্বে রাস্তার উপর থেকে গাঁজা বিক্রয় করার সময় শান্ত রবিদাসকে ১৫০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের ২৭০টাকা সহ হাতেনাতে আটক করে। এ ব‍্যাপারে এস আই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, আসামী দীর্ঘদিন ধরে মাদকের ব‍্যবসা করতো এমন তথ‍্যরে সূত্রে অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest