লালপুরে বিদেশ পাঠানোর প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ায় ২ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

লালপুরে বিদেশ পাঠানোর প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ায় ২ প্রতারক গ্রেফতার

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

লালপুরে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় ২ প্রতারকে গ্রেফতার করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল।

র‌্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর

রাতে সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃতে ও গিয়াস উদ্দিন প্রামানিক (৬০), পিতা- মৃত আহম্মেদ প্রামানিক, সাং- কামারহাটী নতুনপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোরের অভিযোগের ভিত্তিতে প্রতারক মোঃ আলতাব হোসেন (৩৭), পিতা- মোঃ হাসান আলী, সাং- শোভ(শোভের মোড়), মোঃ মুঞ্জু রহমান ওরফে মুঞ্জুরুল ইসলাম (৩৬), পিতা- মোঃ এস্কেন্দার আলী প্রামানিক, গ্রাম কলাবাড়িয়া, উভয় থানা- লালপুর, জেলা- নাটোরদ্বয়কে গ্রেফতার করা হয়। ভূক্তভোগী গিয়াস উদ্দিন প্রামানিক এর অভিযোগ সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলতাব হোসেন ও মোঃ মুঞ্জুরহমান ওরফে মুঞ্জুরুল ইসলাম দ্বয় পরস্পর যোগসাজশে কৌশলে অভিযোগকারীর ছেলে মোঃ কিবরিয়া হোসেন (৩০) কে কম্বোডিয়ায় প্রেরণের প্রলোভন দেখিয়ে ১,৫০,০০০/- টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আসামীদ্বয়ের প্রদত্ত বিদেশগামী ও চাকুরি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগকারী বুঝতে পারেন যে উক্ত কাগজপত্র সঠিক নয়। প্রতারক দ্বয় দীর্ঘদিন বিদেশে ছিলেন। সেই সুবাদে প্রতারক গন এলাকার বিদেশ গমনে আগ্রহী যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এবং বিদেশগামী লোকজনের সরলতার সুযোগ নিত। বিদেশে প্রেরণের প্রলোভন দেখিয়ে কৌশলে প্রতারণার মাধমে কম্পিউটারে ইডিটিং করে ভূয়া সীল মোহর ও স্বাক্ষর ব্যবহারযুক্ত বিদেশগমণ ও চাকুরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র তৈরী করে বিদেশ পাঠানোর নামে আগ্রহী যুবকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest