জয়পুরহাটে কম্বল নিয়ে মধ্যরাতে শীতার্তদের পাশে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

আবু রায়হান, জয়পুরহাটঃ
মধ্যরাতে শীতার্ত দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

শনিবার মধ্যরাতে জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে প্লাটফর্মে শুয়ে-বসে থাকা ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র পরিয়ে দেন তিনি। আর শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেলস্টেশন থাকা মোজাফ্ফর হোসেন নামে এক ছিন্নমূল ব্যক্তি জানান, এসপি স্যারের দেওয়া নতুন কম্বল পেয়েছি। এতে শীতের কষ্ট লাঘব হবে। আমাদের পাশে দাঁড়ানো জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে, শীতের ঘুরে ঘুরে এসপি’র মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনেরা।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিবেকের তাড়নায় কম্বল বিতরণ করতে এসেছি। গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় সমাজের সকল বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest