জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন

আবু রায়হান, জয়পুরহাটঃ
নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলাতেও শিক্ষার্থীদের মাঝে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে ‘বই উৎসব’ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বই উৎসব কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ সংশ্লিষ্ট বিদ‍্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫ টি উপজেলার ৯০৪টি প্রতিষ্ঠানের ২ লাখ ১০ হাজার ৯৯৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest