লালপুরে সড়ক ও ট্রেন দূর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

লালপুরে সড়ক ও ট্রেন দূর্ঘটনায় ৩ জন নিহত

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ১৩ ফেব্রুয়ারী হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, লালপুরে মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ফরহাদ আলী(১৫)নামের এক হেলপার নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোহরকয়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই এলাকার আজিত মোল্লার ছেলে। আরেক দূর্ঘটনায় ইট বোঝাই পাওয়ার ট্রলির চাপায় সাম্মাতুল বেগম (৪১) নিহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়ন এর হাসবাড়ীয়া গ্রামের সড়কে এই দূর্ঘটনা ঘটে। সে একই এলাকার বাবুল হোসেনের স্ত্রী। অন্যদিকে ইসলামী জালসা শুনে বাড়িতে যাওয়ার সময় রাত সাড়ে বারোটার দিকে আজিমনগর স্টেশনে ঢাকা গামী ধমকেতু ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন রাবেয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা। সে উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহান এর স্ত্রী। বিষয়টি আজিমনগর রেলওয়ে স্টেশন পোর্টার আবু রায়হান নিশ্চিত করে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest